আইএসলের সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর অন্য প্রান্তে আইপিএলেও নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। বুধবার বিরাটদের প্রতিপক্ষ শুভমন গিলের গুজরাট জায়ান্টস। বেঙ্গালুরুর প্রাক্তনী সিরাজ এইবার গুজরাট দলে। ফলে পুরোনো দলের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিতে চাইবেন এই পেসার। এই মরশুমে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাত্তিদার গত ম্যাচে দারুন একটি ইনিংস খেলেছিলেন। তবুও বিরাট কোহলির দিকেই সকলের চোখ থাকবে বুধবার। চিন্নাস্বামীর মাঠ খুবই ছোট। দুইদলেই বেশ কিছু পাওয়ার হিটার থাকায় বুধবার বড়রানের লক্ষ্য দিলেও রান তাড়া করতে নাম দলটির কাছেও সুযোগ থাকবে ম্যাচ জেতার। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছিলেন গিল ও বাটলার। তবে বুধবারের ম্যাচেও সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন ত্রুনাল পান্ড্য। কলকাতার বিরুদ্ধে তার বোলিং নজর কেড়েছিল সকলেরই। তাই বুধবার ঘরের মাঠে গুজরাটের বিরুদ্ধেও বাজিমাত করতে চায় বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ।
indian premier league
আইপিএলে বেঙ্গালুরু বনাম গুজরাট

×
Comments :0