মুর্শিদাবাদের ধুলিয়ানে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন সিপিআই (এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার সকালে তিনি ধুলিয়ানের কাঁকুরিয়ার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বিপন্ন মানুষদের সাথে কথাও বলেন। এলাকার মানুষের অভিযোগ বালির বস্তা ফেলে ভাঙন আটকানো সম্ভব হচ্ছে না। তাদের দাবি অবিলম্বে বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করতে হবে।
মহম্মদ সেলিমের কাছে সেই মর্মে দাবি পত্র দেওয়া হয় ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে। তিনি তাদের আশ্বাস দিয়েছেন যে ভাঙ্গনের বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের দাবি তুলে ধরবেন।
রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃনমূল দাবি করেছিল যে তারা স্থায়ী বাঁধ তৈরি করবে। কিন্তু ১১ বছর পার হয়ে গেলেও তা হয়নি।
Comments :0