SFI

একাদশের পাঠ্যবই খুঁজতে অভিযানের ডাক এসএফআইয়ের

রাজ্য

একাদশ শ্রেণির পাঠ্যপুস্ত কোথায়? তা খুঁজতে বিদ্যাসাগর ভবন যাবে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে অনেকদিন। একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়াও শেষ। ক্লাসও শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায়। উল্লেখ্য ক্লাস শুরু হলেও এখনও পর্যন্ত বই হাতে পায়নি একাদশ শ্রেণির পড়ুয়ারা। রাজ্যের সরকারি এবং সরকার পোশিত স্কুল গুলোয় পড়ুয়াদের বই দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী ছবি দেওয়া খাতাও দেওয়া হয়। 

এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান দপ্তর বিদ্যাসাগর ভবন অভিযানের ডাক দিয়েছে এসএফআই। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘স্কুল গুলো আগেই তুলে দেওয়ার ছক করেছে এই রাজ্য সরকার। এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে এখনও পর্যন্ত পাঠ্য বই তুলে দিতে পারেনি সরকার। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বই দিতে হবে পড়ুয়াদের।’’

তিনি আরও বলেন, ‘‘এসএফআই বৃহস্পতিবার বিদ্যাসাগর ভবনে যাবে বই খুঁজতে। কোথায় আছে বই?’’

কয়েক মাস পরই প্রথম সামেটিভ পরীক্ষা হওয়ার কথা তার আগে বই না পাওয়ায় স্বাভাবিক ভাবে সমস্যায় পড়েছেন ছেলে মেয়েরা। পড়ুয়াদের অনেকে স্কুলের জন্য অপেক্ষা না করে বই কিনে নিয়েছেন বাইরে থেকে। তাদের কথায় বেশি দিন অপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে বই কিনে নিয়েছে তারা।

এসএফআই নেতৃত্বেত কথায়, যাদের উপায় আছে তারা বই জোগাড় করতে পারছে যাদের উপায় নেই তারা পাড়ছে না। আর এই থেকে স্পষ্ট রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি শেষ করে দিয়েছে তৃণমূল সরকার। 

Comments :0

Login to leave a comment