SFI

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ‘তিলত্তমা কিট’ চালু করলো এসএফআই

রাজ্য

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ‘তিলত্তমা কিট’ চালু করলো এসএফআই। রাজ্যের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। বহু মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে। আশ্রয় হয়েছে ত্রাণ শিবিরে। বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বামপন্থী সংগঠন। এবার বন্যায় ক্ষতিগ্রস্থ ছাত্র, ছাত্রী এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ কিট ও হেল্পলাইন নম্বর চালু করেছে এসএফআই।

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘বন্যায় বহু মানুষের ক্ষতি হয়েছে। অনেক ছাত্র, ছাত্রী বিশেষ করে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা সমস্যায় পড়েছেন। বই খাতা সব নষ্ট হয়ে গিয়েছে। কয়েকদিন পর তাদের টেস্ট পরীক্ষা। তাই তাদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে এসএফআইয়ের এই উদ্যোগ।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এখন ডিভিসিকে দোষ দিতে ব্যাস্ত। এই সব ছাত্র ছাত্রী যারা সব হারালো তাদের কি হবে, কি ভাবে রেজিস্ট্রেশন কার্ড তারা পাবে তার কোন কথা নেই।’’

এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তিলত্তমা কিটে শিক্ষা সামগ্রীর পাশাপাশি কিছু প্রয়োজনীয় জিনিস থাকবে। তার জন্য তাদের পক্ষ থেকে মানুষের কাছে আবেদন জানানো হয়েছে জল, শুকনো খাবার, জ্বর ও পেট খারাপের ওষুধ, ওআরএস, অ্যান্টি সেপটিক সাবান, ছোট টর্চ, জিওলিন, স্যানিটারি ন্যাপকিন, রেইনকোটের সামগ্রী পাঠানোর জন্য। এই সব সামগ্রী নিয়ে কিট প্রস্তুত করে বন্যা কবলিত জেলা গুলোয় পাঠানো হবে। নেতৃত্বের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হলো, 9064388228। 

ইতিমধ্যে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। জেলায় জেলায় ত্রান ও পৌঁছে দেওয়া হচ্ছে।

তবে এই কিটের নাম তিলত্তমা কেন তা নিয়ে দেবাঞ্জনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মানুষ এখন নিরাপত্তা চাইছে। আর জি কর ঘটনার পর নিরাপত্তার দাবিতে উঠে আসা একটা নাম হচ্ছে তিলত্তমা। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষরাও নিরাপত্তা চাইছেন তাই এই কিটের নাম রাখা হয়েছে তিলত্তমা কিট।’’

 

Comments :0

Login to leave a comment