সিলিকোসিস। বুকে পাথর জমার রোগ। মুলত, বালি খাদান, পাথর খাদান, ইট ভাঁটার মত সিলিকা সমৃদ্ধ শিল্পের শ্রমিকরা এই রোগের শিকার হন। অভিযোগ, ন্যুনতম সুরক্ষ্যা বিধি না মেনেই খাদানে কাজ করতে হয় শ্রমিকদের। নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে সিলিকা যাওয়া আটকাতে মাস্কের বদলে তাঁদের রুমালে মুখ ঢেকেই কাজ করতে হয়। ফলাফল? অবধারিত মৃত্যু।
অভিযোগ, এই মৃত্যু মিছিল ঠেকানোর কোনও উদ্যোগই নিচ্ছে না রাজ্য সরকার।
প্রতিবেদন : অনিন্দ্য হাজরা
Comments :0