Football team Spain

স্প্যানিশ ব্রিগেডের চার অস্ত্র

খেলা

স্প্যানিশ ব্রিগেডের অন্যতম ভরসার নাম পেদ্রি। এইবছর কাতার বিশ্বকাপে স্পেন দলের তুরুপের তাস পেদ্রি ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। বার্সেলোনা কোচ জাভিতো তাঁর ছাত্রের ব্যাপারে বেশ আশাবাদী এবং তিনি ইনিয়েস্তার বুদ্ধিমত্তার সঙ্গে পেদ্রির তুলনা করেছেন।

আনসু ফাতিঅন্যতম উল্লেখযোগ্য ফরোয়ার্ড এবং বার্সেলোনা দলে চুটিয়ে খেলেছেন। মাত্র কুড়ি বছর বয়সেই বিশ্ব ফুটবল মানচিত্রে আলোড়ন ফেলে দিয়েছেন। লিগ ম্যাচে তার পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়াফলতই এই বিশ্বকাপে তাঁর পায়ের জাদু দেখার জন্য তাকিয়ে গোটা বিশ্ব।   

এবার আসা যাক গাভির কোথায়। সেন্ট্রাল মিডফিল্ডে ঝড় তুলতে পারেন এই তরুণ ফুটবলার। আঠারো বছর বয়সী এই ফুটবলারের ডান পা শক্তিশালী। ফলে লুই এনরিকের প্রথম একাদশে ধারালো অস্ত্রের নাম গাভি। 

ফেরান টেরেস২২ বছর বয়সী বার্সেলোনার এই ফুটবলারকে নিয়ে অনেক আশা। নিজের ক্লাবের হয়ে চুটিয়ে খেলেছেন এবং সর্বোপরি লেফট উইঙ্গার হিসেবে আক্রমণে ঝড় তুলতে পারেন। অতএব স্পেন আক্রমণে বিষাক্ত ক্রস বা কর্নারগুলি যে তাঁর পা থেকে আসতে পারেসেই কথা বলাই বাহুল্য।

Comments :0

Login to leave a comment