বামফ্রন্ট আমলে দক্ষিণ ২৪ পরগণার সাগরে গভীর সমুদ্র বন্দর প্রকল্পের সবকিছু ঠিক হয়ে গেছিল, তৃণমূল এসে সেটা লাটে তুলে দিয়ে তাজপুর তুলে দিচ্ছে প্রিয় আদানীর হাতে, পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে মমতাকে নিশানা সুজন চক্রবর্তীর। বামফ্রন্ট আমলে মানুষের সার্বিক ক্ষমতায়ন হয়েছে যা বর্তমান শাসকদল ধ্বংস করছে, পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে বলেন তিনি। এদিনের সভাস্থল থেকে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, মানুষ ভোট দিলে তৃণমূল হেরে যাবে, এই ভয় থেকেই ভোট লুঠের মাধ্যমে ক্ষমতা দখল করে চলেছে তৃণমূল। তিনি বলেন, বামফ্রন্ট আমলে বহু নির্বাচন হয়েছে যেখানে বামফ্রন্ট পরাজিত হয়েছে, স্থানীয় প্রশাসন চালিয়েছে কংগ্রেস, কোথাও তৃণমূল। অর্থাৎ মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করেছিল বামফ্রন্ট। তৃণমূল এসে সেটাকে ধ্বংস করেছে। তিনি বলেন ‘‘তৃণমূল এসেই বাংলার মাটি থেকে লাল ঝান্ডাকে নিকেশের কাজ শুরু করেছিল, সেই লাল ঝান্ডা নিকেশ তো হয়েইনি উল্টে গ্রামে গ্রামে মানুষের বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে, যা দেখে অমিত শাহ আতঙ্কিত হয়ে মমতাকে ধমক দিচ্ছে, যে দায়িত্ব দিয়েছিলাম তা পালন করতে পারছ না কেন?’’
১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ হয়ে যাওয়া নিয়ে দিল্লি এবং রাজ্যের শাসকদলকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, ‘‘দিল্লি টাকা দেয় না এটা যেমন ঠিক, আবার টাকা দিলে সেই টাকা চুরি করে নেয় তৃণমূল, সেটাও ঠিক। দুই অপরাধী মিলে দেশ এবং রাজ্যকে শেষ করছে।’’
Comments :0