Price hike

নিরামিষ থালির দাম বাড়লো ১০ শতাংশ

জাতীয়

একমাসে ১০ শতাংশ বেড়েছে ভেজ থালির খরচ। সমীক্ষক সংস্থা ক্রাইসিল মার্কেট এন্ড ইন্টালিজেন্স অ্যানালিসিসের সমীক্ষা অনুযায়ী মে মাসে নুন্যতম ভেজ থালির বা নিরামিষ খাবারের প্লেটের দাম ছিল ২৭ টাকা। জুন মাসে তা এক ধাক্কায় বেড়ে হয়েছে ২৯ টাকা।
বিভিন্ন জায়গায় ভেজ থালির বিপুল দাম। কিন্তু তার মধ্যেও শ্রমজীবী মানুষের জন্য নুন্যতম টাকায় একাধিক জায়গায় পাওয়া যেত এই খাবার। সমীক্ষক সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত কয়েকদিনে আলু, পিঁয়াজের মতো সবজির দাম বেড়েছে। যার ফলে দাম বেড়েছে ভেজ থালির।
মে মাসে যেই আলুর দাম ছিল ২৩ টাকা এখন তার দাম হয়েছে ৩৫ টাকা প্রতি কেজি। পটল, ঝিঙে, বেগুনের দাম কোনটার ৮০ টাকা তো কোনটার ১০০ টাকা। টমেটো ১০০ টাকা।
শুধু সবজি নয়। চাল, ডাল, আটা সব কিছুরই দাম বেড়েছে। চালের দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ। ডালের দাম ২২ শতাংশ। 
অন্যদিকে ভেজ থালির দাম বাড়লেও দাম বাড়েনি নন-ভেজ থালির। সমীক্ষক সংস্থার দাবি নন-ভেজে ডালের বদলে দেওয়া হয় মাংস। আর সম্প্রতি দাম কমেছে মুরগির মাংসের।

Comments :0

Login to leave a comment