AMRA RAM in Jyoti Basu Nagar

জ্যোতি বসু নগরে অমরা রাম: সংবিধান বদলের চেষ্টা রুখতে হবে

জাতীয় রাজ্য

শনিবার জ্যোতি বসু নগরে সভায় অমরা রাম। ছিলেন মহম্মদ সেলিমও।

দেশের সংবিধান বদলানোর চেষ্টা চলছে। বহু শহীদের প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা। হয়েছে সংবিধান। তাকে বদলানোর চেষ্টা চলছে। এই চেষ্টাকে প্রতিহত করতে হবে। 
শনিবার জ্যোতি বসু নগরে (নিউটাউন) এক সভায় এই আবেদন জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য অমরা রাম। কৃষক আন্দোলনের লড়াকু এই নেতা রাজস্থানের সিকর কেন্দ্রের সাংসদও। 
এদিন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির বৈঠককে কেন্দ্র করে জ্যোতি বসু নগরের নারকেল বাগান মোড়ে হয় সাংস্কৃতি অনুষ্ঠান ‘প্রতিবাদের ভাষা, প্রতিবাদের গান’। সেখানেই বক্তব্য রাখেন অমরা রাম। অংশ নিয়েছেন পার্টির রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমও। 
অমরা রাম বলেন, ‘‘উন্নততর ভারত গড়ার লক্ষ্যে লড়াই জারি রেখেছে সিপিআই(এম)। সেই লড়াইয়ে মেহনতির সব অংশকে জুড়ে নিতে হবে।
অমরা রাম সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেছেন কিভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সংসদের অবমাননা চালাচ্ছে। তিনি বলেছেন, ‘‘আমেরিকায় আদানির ঘুষের অভিযোগ ঘিরে মামলা দায়ের হলো। ঘুষ দেওয়ার অভিযোগ ভারতের বিভিন্ন রাজ্যে। তা নিয়ে আলোচনার দাবি জানানো হলো সংসদে। অথচ প্রধানমন্ত্রীর সময় হলো না দেশের সাংসদদের প্রশ্নের জবাব দেওয়ার।’’ তিনি বলেন, দেশের মধ্যে দুর্নীতির অভিযোগ উঠলে দেশের সংসদে আলোচনা হবে না তো কোথায় হবে! গণতন্ত্রের গলা কাটার অবস্থান নিয়ে চলছে দেশের সরকার।    
সংবিধান প্রসঙ্গেই তিনি বলেছেন, ‘‘দেশের সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। পিছিয়ে থাকা জনতার অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানে। এই সরকার তাকে পুরোপুরি খারিজ করছে।’’
বিজেপি সরকারের নীতি প্রসঙ্গে অমরা রাম বলেন, ‘‘এরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে যুবদের, গরিবদের। একটিও প্রতিশ্রুতি পালন করে না। তার বদলে আদানি, আম্বানির মতো কর্পোরেট প্রভুদের সম্পদ আরও বাড়ানোর ব্যবস্থা করে চলেছে।’’ 
অমরা রাম বলেছেন, জনতা ভুগছে মূল্যবৃদ্ধিতে। যুবদের সঙ্কট বেকারি। কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না। এই সমস্যার সমাধানের পথে এগনো সম্ভব সিপিআই(এম)’র নীতি ও আদর্শের ভিত্তিতে লড়াইয়ের মধ্য দিয়ে।
এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন অমরা রাম।

Comments :0

Login to leave a comment