Kerala land slide

কেরালায় ভূমি ধসে মৃত বেড়ে ৯৩, আটকে শতাধিক

জাতীয়

কেরালার ওয়ানাডে মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে মৃত্যু বেড়ে কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছে, অন্যদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬তে এবং আরও কয়েকশ লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ সহ একাধিক সংস্থা, এবং সেনাবাহিনীকে উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে কারণ চার ঘন্টার ব্যবধানে ওয়ানাডে তিনটি ভূমিধস ঘটেছে।
একটি বিবৃতিতে, ভারতীয় সেনাবাহিনী বলেছে যে তারা মেডিকেল টিম সহ ২২৫ জন কর্মী মোতায়েন করেছে। দুটি এয়ারফোর্স হেলিকপ্টার, একটি Mi-17 এবং একটি ALH (অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার) পরিষেবাতে রাখা হয়েছে।
ভূমিধসে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।

এখনও উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার সকালে ওয়েনাড়ের মেপ্পাদির কাছে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ভূমি ধসে আহত ৭০ জন। এখনও পর্যন্ত ১০১ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ‘‘সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে আটকে থাকা মানুষদের উদ্ধার করার। এখনও পর্যন্ত ২৪ জনের দেহ সনাক্ত করা গিয়েছে। ৭০ জন হাসপাতালে চিকিৎসাধীন।’’ তিনি আরও জানিয়েছেন যে রাজ্য প্রশাসনের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দল এবং ভারতীয় নৌসেনার একটি দল উদ্ধার কাজে হাত লাগিয়েছে। 
ইতিমধ্যে কেরালা সরকারের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রতিনিয়ত গোটা ঘটনার ওপর নজর রাখছেন বলে প্রশাসন সূত্রে খবর। 
জানা গেছে, প্রবল বৃষ্টিতে মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রথম ধস নামে মুন্ডাক্কাল শহরে। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। উদ্ধার অভিযান চলাকালীন ফের ভোর ৪টে নাগাদ ওয়েনাড়ে আরও একটি ধস নামে। প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়েনাড় জেলায় চার ঘণ্টার মধ্যে মেপ্পাডি, চোরালমালা এবং মুন্ডাক্কালের ধস নামে। 
আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে। কেরালা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মন্ত্রী আর রাজন, মহম্মদ রিয়াজ, ও আর কেলু, কে সাসেন্দ্রান, রামাচন্দ্রনের মতো একধিক মন্ত্রী ঘটনাস্থলে রয়েছেন।

Comments :0

Login to leave a comment