Pass-fail is returning

পাশ-ফেল ফিরছে, ড্রপ-আউট বৃদ্ধির আশঙ্কা শিক্ষক সংগঠনগুলির

জাতীয় রাজ্য

স্কুল শিক্ষায় ফিরছে পাশ ফেল। ক্লাস ফাইভ ও অষ্টম শ্রেণির পাশ-ফেল ফিরছে। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে সেকথা জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, প্রত্যেক পড়ুয়াকে পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষা দিতে হবে। যে পড়ুয়া ফেল করবে তাকে ২মাসের মধ্যে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও পাশ না করতে পারলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর পড়াশোনা করতে হবে। তার সংশ্লিষ্ট স্কুল তাকে বিশেষভাবে নজর দেবে, যাতে সঠিকভাবে সে ভবিষ্যতে এগোতে পারে।  
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে এদিন এবিটিএ রাজ্য সম্পাদক সুকুমার পাইন বলেন, ‘‘জাতীয় শিক্ষানীতি প্রণয়নের যে ধাপ, এটি তারই অংশ। কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি নিয়ে এসেছে, সেই শিক্ষানীতিকেই প্রণয়ন করেছে রাজ্যের সরকার। এই সিদ্ধান্ত যদি কার্যকর হয়, তাহলে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ স্কুলছুট (ড্রপ-আউট) হবে। কেন্দ্র ও রাজ্য সরকার চাইছে শিক্ষাক্ষেত্রকে বেসরকারিকরণ করতে। যার ফলে গরিব প্রান্তিক অংশের ছাত্র-ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। শুধুমাত্র শিক্ষার সুযোগ পাবে উচ্চবিত্ত শ্রেণি। শিক্ষার মান এভাবে উন্নত করা যায় না। আমাদের রাজ্যে স্কুলগুলির সঠিক পরিকাঠামো নেই, পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। সরকারের সেই দিকে নজর দেওয়া উচিৎ।’’
কেন্দ্রীয় শিক্ষা সচিব এদিন জানিয়েছেন, ‘‘শিক্ষার মান উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে কার্যকরী করা হবে।’’
এই বিষয়ে এদিন রাইট টু এডুকেশন ফোরামের কো-অর্ডিনেটর অধ্যাপিকা ঈশিতা মুখার্জি বলেছেন, ‘‘নয়া জাতীয় শিক্ষানীতির সাথে সংহতি রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। গোটা দেশে এত পরিযায়ী শ্রমিক, তাঁদের পরিবারের ছেলেমেয়েরা, এমনকি প্রাথমিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। স্কুলছুটের সংখ্যা বাড়ছে। বকলমে সরকারি শিক্ষাব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া পরিকল্পনা চলছে।’’

Comments :0

Login to leave a comment