এদিন নীতিশ জানিয়েছেন প্রতি মাসের ১০ তারিখে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। জুলাই মাস থেকে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।
চলতি বছর শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচনে আরজেডির হাত ছেড়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত ধরেছেন নীতিশ কুমার। চলতি বছর বিধানসভা নির্বাচনে এনডিএ’র সাথে সরাসরি লড়াই হবে ইন্ডিয়া’র। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বার বার শিবির বদলে বা জোট সঙ্গী বদলে নিজের বিশ্বাস যোগ্যতা হারিয়েছেন নীতিশ। তাছাড়া বিহারের কম বয়সীদের মধ্যে বেকারত্বের সমস্যা আছে। সব দিক থেকেই চাপে আছে এনডিএ সরকার। এই পরিস্থিতিতে ভাতার অঙ্ক বাড়িয়ে কিছুটা ক্ষোভ চাপা দেওবার চেষ্টা করা হলো বলেই মনে করছেন অনেকে।
মন্তব্যসমূহ :0