গ্রেটার নয়ডার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ৪জি নম্বর কারখানায় আগুন লাগে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার বেটা ২ থানা এলাকার অধীনে সাইট চার’র নম্বর কারখানায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে সোফা কারখানার আগুন দ্রত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে পালানোর চেষ্টা করেও ব্যার্থ হন শ্রমিকরা। তাদের চিৎকার কেউ শুনতে পায়নি। কারখানায় আগুন জ্বলছে দেখে স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেয়। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ত্রণে এনে তিন শ্রমিককে দগ্ধ অস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মথুরার বাসিন্দা গুলফাম(২৩), মাজহার আলম(২৯) বারসোই থানার কাটিহারের বাসিন্দা। আরহারিয়া বিহারের বাসিন্দা দিলশাদ(২৪)।
গ্রেটার নয়ডার অতিরিক্ত ডিসিপি অশোক কুমার জানিয়েছেন,‘‘ বেটা দুই থানা এলাকার অধীনে একটি সোফা কারখানায় আগুনের খবর পাওয়ার পর, স্থানীয় পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার কাজ শুরু করে। কারখানায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতেরা ওই কারখানায় কর্মরত শ্রমিক। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।’’
Three Workers Dead
নয়ডায় সোফা কারখানায় আগুন, তিন শ্রমিকের মৃত্যু
×
Comments :0