BURMA CIVIL WAR

প্রাণে বাঁচতে ভারতে আশ্রয় নিলেন বার্মার সেনা জওয়ানরা

জাতীয় আন্তর্জাতিক

burma civik war india mizoram bengali news

বিদ্রোহীদের তাড়া খেয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিল বার্মার আরও ২৯জন সেনা জওয়ান। শুক্রবার মিজোরাম পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। 

মিজোরাম পুলিশ জানাচ্ছে, এখনও অবধি বার্মার মোট ৭৪ জন সেনা জওয়ান সীমান্ত পেরিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিতে চাওয়া আরও বেশ কিছু সেনা জওয়ানকে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে। 

মিজোরাম পুলিশের আইজি লালবিয়াকথাংগা খিয়াংটে জানিয়েছেন, বিদ্রোহীদের সঙ্গে বার্মার সেনা বাহিনীর সংঘর্ষের ফলে সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার নতুন করে ২৯জন জওয়ান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। তাঁরা চামফাই জেলার সাইখুমফাই অঞ্চলে মিজোরাম পুলিশ এবং অসম রাইফেলসের কাছে আত্মসমর্পনের আবেদন জানান। 

সরকারি মহলের খবর, বার্মার চীন প্রদেশের তুইবুয়াল সামরিক ঘাঁটির দখল নিয়েছে পিপল্‌স ডিফেন্স ফোর্সের বিদ্রোহীরা। বিদ্রোহীদের হাত থেকে বাঁচতে ভারতে আশ্রয় নিয়েছে ওই ঘাঁটির সেনা জওয়ানরা। 

অসম রাইফেলস জানাচ্ছে, চীন প্রদেশে এর আগে আরও ২টি সামরিক ঘাঁটির দখল নিয়েছিল পিপল্‌স ডিফেন্স ফোর্স। সেখানকার ৪৫জন সেনা জওয়ান ভারতে আশ্রয় নিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বার্মা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। 

ভারতের তরফে বৃহস্পতিবার বার্মা সেনা এবং বিদ্রোহীদের বার্তা পাঠানো হয়। ভারত দুই পক্ষকেই আন্তর্জাতিক সীমান্তের কাছে যুদ্ধ বন্ধ রাখার আবেদন জানিয়েছে। যদিও সেই আবেদনে কাজ হবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বার্মার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের পতন ঘটায় সেদেশের সেনাবাহিনী। তারপর থেকেই গৃহযুদ্ধ চলছে ভারতের প্রতিবেশি এই রাষ্ট্রে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী অধ্যুষিত জনপদে বিমান হানা চালানোরও অভিযোগ রয়েছে।   গৃহযুদ্ধের ফলে ইতিমধ্যেই ৩১ হাজারের বেশি সাধারণ মানুষ বার্মা পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সামরিক বাহিনীর জওয়ানদের সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসার নজির খুব বিশেষ নেই। 

Comments :0

Login to leave a comment