Delhi pollution

বায়ু দুষণ নিয়ন্ত্রণে আনতে উচ্চ-পর্যায়ের বৈঠক দিল্লিতে

জাতীয়

দিল্লিতে লাগাতার বাড়তে থাকা বায়ু দুষণ নিয়ন্ত্রণে আনার জন্য সোমবার উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি সরকারের একাধিক গুরত্বপূর্ণ আধিকারিক এই বৈঠকে থাকবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 
একটানা ছয়দিন দিল্লির বায়ুর গুণমান 'গুরুতর' শ্রেণিতে নেমে এসেছে এবং তারপর থেকে উন্নতির কোনও লক্ষণ দেখা যায়নি। রবিবার সকাল ৭টা নাগাদ রাজধানীতে সামগ্রিক বায়ু মানের সূচক (একিউআই) ৪৬০ রেকর্ড করা হয়েছে।  সোমবার সকালে দিল্লির গড় একিউআই ছিল ৪০০। 
এই পরিস্থিতিতে বায়ুদূষণের কারণে ১০ নভেম্বর পর্যন্ত রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির শিক্ষামন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা আতিশি রবিবার টুইটারে এই ঘোষণা করেন।


আতিশি টুইটারে লিখেছেন, ‘‘ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুলগুলিকে অনলাইন ক্লাসে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হচ্ছে’’।
এর আগে দিল্লি সরকার সমস্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার বায়ু দূষণের  কারণে স্কুলগুলি অস্থায়ীভাবে বন্ধ রাখার ঘোষণা করেন।
এমসিডির একটি অফিশিয়াল আদেশে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষকদের অনলাইন মোডে সেশন পরিচালনা করতে বলা হয়েছে।

Comments :0

Login to leave a comment