ঔরঙ্গজেবের ছবি হোয়াটস্যাপ মেসেঞ্জারের প্রোফাইলে লাগানোয় মহারাষ্ট্রে গ্রেপ্তার যুবক। নাভি মুম্বাইতে এক হিন্দু সংগঠন ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরেই ভাসি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ওই ব্যক্তির মোবাইল নম্বর সহ এখটি স্ক্রিন শট পুলিশকে দেয় ওই হিন্দু সংগঠন এবং ভারতীয় দন্ডবিধির ২৯৮ ও ১৫৩এ ধারায় মামলা রুজু করে।
সম্প্রতি ঔরঙ্গজেব ও টিপু সুলতানকে ঘিরে সোস্যাল মিডিয়ায় নানা পোষ্ট হয়। তা নিয়ে অশান্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের একাধিক শহর। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঔরঙ্গজেব ও টিপু সুলতান অনুরাগীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।
ঔরঙ্গজেবের ছবি পোস্ট করলে বা প্রোফাইলে ব্যবহার করলে তা অপরাধ কেন তার কোনও আইনি ব্যাখ্যা মহারাষ্ট্রের প্রশাসন দেয়নি। হিন্দুত্ববাদী সংগঠন বিরোধী হলেই তা প্রশাসন আইন প্রয়োগ করবে কেন, এই প্রশ্নেরও কোনও সদুত্তর বিজেপি বা মহারাষ্ট্র সরকারের কাছে নেই।
Comments :0