Coach bihar

সীমান্ত থেকে অপহৃত কৃষক, পরিবারের দাবি গোটা ঘটনা দাঁড়িয়ে দেখেছে বিএসএফ

রাজ্য জেলা

শনিবার অপহৃত উকিল বর্মনের বাড়িতে সিপিআই(এম) নেতৃত্ব

ভারত বাংলাদেশ সীমান্তের কার্যীরদিঘি গ্রামের উকিল বর্মন। বিএসএফের কাছে বৈধ কাগজ জমা দিয়েই কাঁটাতারের বেড়ার ওপারের নিজেদের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের ৫  দূষ্কৃতীদের হাতে অপহৃত হয়েছিলেন গত ১৬ এপ্রিল। বিএসএফ গেটে দাঁড়িয়ে থেকেই দুষ্কৃতীদের বাধা দেয়নি বলে অভিযোগ উকিল বর্মনের পরিবারের সদস্যদের।

শনিবার অপহৃত উকিল বর্মনের বাড়িতে গিয়ে দেখা করেন সিপিআই(এম) দলের একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন, আকবর আলি মিঁয়া, ধজেন চন্দ্র বর্মন, বিধান চন্দ্র অধিকারি ও আসমত মিঁয়া।

প্রতিনিধি দলের কাছে অপহৃত উকিল বর্মনের বাবা চন্দ্রকান্ত বর্মন এবং মা জ্যোৎস্না বালা বর্মন অভিযোগ করেন, ‘১৬ এপ্রিল সকালে আমাদের বাড়ি থেকে প্রায় ৩ কিমি দুরে বেলা ১১:৩০ নাগাদ গাছতলা সীমান্তে বাংলাদেশের এক চোরাচালানকারি বিএসএফের গুলিতে নিহত হন। এর আধ ঘন্টা পরেই আমাদের ছেলেকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়।’ অপহৃতের স্ত্রী শৈব্য বালা বর্মন অভিযোগ করেন, ‘বাংলাদেশের দুষ্কৃতীরা যখন আমার স্বামীকে তুলে নিয়ে যায় তখন আমরা দূর থেকে দেখেছি ও দেশের বেশ কিছু সাধারন মানুষ অপহরনের বাধা দিচ্ছিল। দুষ্কৃতীরা বাধাদান কারিদের একজনের মাথাও ফাটিয়ে দেয়। সবটাই ঘটেছে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখন্ডে। পাহারারত বিএসএফ জওয়ানরা দাঁড়িয়ে দেখেছে। কিচ্ছু করেনি।’

উদ্বিগ্ন পরিবারের জিজ্ঞাসা বিএসএফের কাছে প্রমানপত্র জমা দিয়ে নিজের জমিতে কাজ করতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে কি না তা বিএসএফ স্পষ্ট করে বলে দিক। গ্রামবাসী এবং পরিবারের দাবি নিরাপদে ওই ব্যাক্তিকে ফিরিয়ে এনে দিক বিএসএফ।

বিএসএফের বক্তব্য, ফ্ল্যাগ মিটিং করে বিজিবি-র কাছে ভারতীয় নাগরিককে ফিরিয়ে দেওয়ার দাবি করলেও ইতিবাচক সাড়া মেলেনি।

এদিকে বাংলাদেশ সূত্রে জানা গেছে ভারতীয় নাগরিক উকিল বর্মনকে বাংলাদেশের হাতিবান্ধা থানার হাতে অনুপ্রবেশকারী হিসেবে তুলে দেওয়া হয়েছে। পরে শনিবার তাকে সেখানকার পুলিস লালমনিরহাট আদালতে হাজির করলে সেদেশের বিচারক জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

উকিল বর্মনের পরিবারের দাবি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক উকিলকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।

সীমান্তের ভারতীয় কৃষকরা জোট বেঁধে নিরাপত্তার দাবিতে বিএসএফের গাড়ি আটকে এদিন বিক্ষোভ দেখায়। 

Comments :0

Login to leave a comment