PROTEST R G KAR

বিচারের দাবিতে রাস্তায় স্কুলছাত্রী, প্রাক্তনীরাও

রাজ্য

বসিরহাটে স্কুল-কলেজ ছাত্রীদের মিছিল। ছবি: প্রবীর দাস

 

 

 আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে। বিচারের দাবিতে ক্ষোভের এই স্বর শোনা যাচ্ছে সর্বত্র। আর জি করে চিকিৎসক ছাত্রীকে নির্যাতন করে খুনের প্রতিবাদে রাস্তায় নামছেন স্কুল-কলেজের ছাত্রীরাও। নামছেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা।   
ব্যানারে লেখা: ‘‘ভেবেছিলি মারলে এবার সবাই যাবে ভুলে/ দ্যাখ আমরা ফিরে এলাম লক্ষ আওয়াজ তুলে’। শনিবার এই ব্যানার নিয়েই সোদপুরের বিভিন্ন স্কুলের প্রাক্তনী ছাত্রীরা রাস্তায় নামলেন বিচারের দাবিতে। সোদপুর বিজয়পুর টাউন ক্লাব থেকে মিছিল শুরু করে সমস্ত ছাত্রীরা যায় আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর বাড়ি পর্যন্ত। 

সোদপুরে প্রাক্তনীদের মিছিল। ছবি অভিজিৎ বসু   
 

শুরুতে স্লোগান দিলেও নির্যাতিতার বাড়ির সামনে গিয়ে তাঁরা মৌন মিছিল করে। প্রায় হাজারখানেক প্রাক্তনী ছাত্রী এই মিছিলে পথ হেঁটেছেন। প্রত্যেকেরই লক্ষ্য আর জি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়া ছাত্রী খুনের বিচার হোক। সঠিক বিচার করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি উঠছে সর্বত্র।   
বসিরহাটে পথে নেমেছে স্কুল এবং কলেজের ছাত্রীরা। তারা বলেছেন আর জি কর হাসপাতালের মধ্যে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর খুন বুঝিয়ে দিচ্ছে অবস্থা কোথায় পৌঁছেছে। নানা নির্যাতন হচ্ছে যার কোনও খবরই আসছে না। আমাদের পড়াশোনা করা, কাজ করার অধিকার রয়েছে। সুরক্ষার অধিকার রয়েছে। তার জন্যই আমরা নেমেছি রাস্তায়।


শুক্রবারই পথে নেমেছিল কলকাতা বিমানবন্দরের কাছে ক্যালকাটা এয়ারপোর্ট ইংলিশ হাই স্কুলের পড়ুয়ারা। সঙ্গে ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরাও।

 

ক্যালকাটা এয়ারপোর্ট ইংলিশ হাই স্কুলের পড়ুয়া-শিক্ষক-অভিভাবকরা নামেন রাস্তায়।

Comments :0

Login to leave a comment