শিক্ষামন্ত্রীর মুখের কথায় আর নয় চাই লিখিত নির্দেশ। পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ব বিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগামী ১০ই মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। বিকল্প শিক্ষানীতি ও স্বচ্ছ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে এই অভিযান। এদিন এক প্রেস বিবৃতি দিয়ে এসএফআই জানায় যে শিক্ষামন্ত্রী মৌখিকভাবে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরেই ঘোষণা হবে ছাত্র সংসদ নির্বাচন। এর আগে বহু বার এরকম মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী বলে দাবি এসএফআই’র। তাই আর মৌখিক প্রতিশ্রুতি নয়, শিক্ষামন্ত্রীর কাছ থেকে লিখিতভাবে ছাত্র্ সংসদ নির্বাচনের নির্ঘন্ট দাবি করছে এসএফআই (SFI)।
এসএফআই’র আরও বলেছে যে গোপনে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের জাতীয় শিক্ষানীতি(NEP) রাজ্যে প্রয়োগের চেষ্টা চালাচ্ছে মমতা ব্যনার্জির সরকার। এই শিক্ষানীতি একদিকে সাম্প্রদায়িক। অন্যদিকে কর্পোরেটের স্বার্থবাহী। এমনিতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি স্কুলগুলির অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। এই পরিস্থিতিতে জাতীয় শিক্ষানীতি লাগু হলে আরও সর্বানাশের মুখে পড়বে রাজ্যের শিক্ষা ক্ষেত্র। ১০ মার্চের অভিযানে আওয়াজ উঠবে রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রয়োগের বিরুদ্ধেও।
Comments :0