টানা দু’দিনের কর্মবিরতি জানান দিচ্ছিল আরও কর্মচারী আন্দোলনকে আরও প্রসারিত চেহারায় দেখতে। তা উপলব্ধি করে মঙ্গলবারই সন্ধ্যায় রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দপ্তর কর্মচারী ভবনে বৈঠকে বসেন রাজ্যের কোষাগার থেকে বেতন প্রাপক কর্মচারীদের যৌথ মঞ্চের নেতৃত্ব। ওই বৈঠকেই যোগ দেন শহীদ মিনারে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব প্রতিনিধিরা। দু’তরফের ইতিবাচক আলোচনায় আগামীদিনে রাজ্যে কর্মচারীদের স্বার্থে ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত ঘোষণার জন্য যৌথ আন্দোলনের নেতৃত্ব বেছে নেন শহীদ মিনারের অবস্থান মঞ্চকে। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির নেতৃত্বে যৌথ কমিটির নেতারা পৌঁছে যান শহীদ মিনারের অবস্থান মঞ্চে। সেখানে বিস্তারিত আলোচনার পর একযোগে এরাজ্যে ৯ মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরি ও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
Comments :0