2 died after H3N2 infection

হংকং ফ্লুতে আক্রান্ত হয়ে দেশে মৃত ২

জাতীয়

এইচ৩এন২ (H3N2) ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু দেশে। একই দিনে দুজনের মৃত্যু হয় একজনের হরিয়ানায় ও এক জনের কর্ণাটকে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে কর্ণাটকের হাসানে এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়ৃ মৃত্যু হয় ৮২ বছরের এক বৃদ্ধার। সম্ভবত তিনিই দেশে প্রথম ব্যক্তি যার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। হিরে গৌড়া নামে ওই বৃদ্ধা ২৪ ফেব্রুয়ারী ভর্তি হন হাসপাতালে। হাসপাতাল সুত্রে খবর হাইপারটেনশন ও সুগার ছিল।  


হরিয়ানায় মৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। বাড়িতেই এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হন তিনি। সারা দেশে প্রায় ৯০ জন আক্রান্ত এইচ৩এন২ ভাইরাসে রোগী রয়েছেন। আটজন এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত। ঋতু পরিবর্তনের সময়ে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে এইচ৩এন২ ভাইরাস আক্রান্তের সংখ্যা। হংকং ফ্লু নামে পরিচিত এই ভাইরাস নিয়ে যদিও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এইচ৩এন২ ভাইরাস আক্রান্ত হলে শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়। এইচ১এন১ ও এইচ৩এন২ দুটি ভাইরাসেই আক্রান্তদের কোভিড-১৯’র মতো সমস্যা দেখা যায়। যদিও এই ভাইরাস দুটির স্থায়িত্ব যথেষ্ট কম।

Comments :0

Login to leave a comment