জলপাইগুড়িতে জাপানি এনকেফেলাইটিসের থাবা। গোটা জেলায় আক্রান্ত পাঁচ জন এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের। কিন্তু, মৃত্যুর কারণ এনকেফেলাইটিস কিনা সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, আক্রান্ত দু’জন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর ও বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। কিউলেক্স মশা বাহিত এই রোগ দমনে জলপাইগুড়ি সদর ব্লক জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, গত ৭ তারিখ আক্রান্ত হন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উষা রায়। পরে তার মৃত্যু হয়। এনকেফেলাইটিসেই মৃত্যু কিনা জানতে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। স্বাস্থ্য দফতরের বক্তব্য রিপোর্ট এলেই কারণ স্পষ্ট হবে। অন্যদিকে, গত ১১ তারিখ জ্বরে আক্রান্ত হন বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপলাল হাজরা। তার শরীরেও এনকেফেলাইটিস ধরা পড়ে। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন।
উল্লেখ্য জলপাইগুড়ি শহরের রেল লাইনের দু ধারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় শুয়োর অতিষ্ট শহরবাসী নির্বিকার পৌরসভা।
Jalpaiguri
জলপাইগুড়িতে বাড়ছে এনকেফেলাইটিস

×
Comments :0