ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন বন্ধুর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে। পুলিশ জানিয়েছে নিহতদের নাম সাবির আলম(২৪), সাদিকাতুল ইসলাম (২০) এবং, রমজান শেখ(১৯)। তিন বন্ধু মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুর এলাকার বাসিন্দা।
আসন্ন ঈদ উৎসব। পেটের দায়ে যারা এই রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন। রবিবার সকালে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছিলেন এক যুবক। তাঁকে আনতে বাইক নিয়ে ফারাক্কা রেল স্টেশনে পৌছে যান দুই বন্ধু। বন্ধুকে বাইকে বসিয়ে মোথাবাড়ি থানার মেহেরাপুরের নতুন পাড়ার উদ্যেশ্যে রওনাও দেন। কারণ তিন বন্ধুর বাড়ি ওই এলাকায়। বাড়ি ফেরার পথে মালদার বৈষ্ণব থানার ১৮ মাইল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে লরিতে ধাক্কা মারে তাদের মটরসাইকেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন বন্ধুর।
জানা গেছে ঈদ উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন সাবির। তিনি কেরালায় গিয়েছিলেন কাজের জন্য। তাঁকে স্টেশন থেখে আনতেই গিয়েছিলেন সাদিকাতুল এবং রমজান শেখ। দুজনেই এবারে মাধ্যমিক দিয়েছে। ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘাতক লরিটিকে পুলিশ আটক করেছে পুলিশ। চালক পলাতক। ঘটনার তদন্তে শুরু করেছে।
Road Accident In Malda
মালদায় পথ দুর্ঘটনায় মৃত ৩

×
Comments :0