Nepal Earthquake

নেপালে ভূমিকম্প, কাঁপল ভারত

জাতীয় আন্তর্জাতিক

Nepal Earthquake Nepal Earthquake

 

অষ্টমীর সকালে কেঁপে উঠল কাঠমান্ডু সহ নেপালের বিস্তীর্ণ এলাকা। শুধু নেপাল নয় এদিন সকালে কেঁপে উঠে উত্তর ভারতও। কম্পন অনুভূত হয় উত্তর প্রদেশ, বিহার ও দিল্লি এনসিআরে। ‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭ টা ৩৯ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাবিং এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।
এদিন নেপালের বাগমতি এবং গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। 
পৃথিবীর ১১তম ভূমিকম্প প্রবণ দেশ নেপালে ২০১৫ সালে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত নয় হাজার মানুষের মৃত্যু হয়। কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় কয়েক মুহূর্তেই। 
গত ৩ অক্টোবর দুপুর ২টো ২৫ থেকে দুপুর ৩টে ১৯ এই ৫৪ মিনিটে চারবার ভূমিকম্প অনুভূত হয় নেপালে।
বিশেষজ্ঞরা বলছেন, তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় নেপালে সারা বছরই ভূমিকম্পের ঝুঁকি থাকে। 
তবে এদিনের ভূমিকম্পে এখনও কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment