ভবানীপুরের হিন্দুস্তান আন্তর্জাতিক হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হল এই মরশুমে ক্যালকাটা ফুটবল লিগের ম্যাসকটের। আগামী বুধবার ২৫ জুন থেকে শুরু হবে প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস । তিন প্রধান ও ভারতীয় ফুটবলের সেরা ৬জন খেলোয়াড়। মনোরঞ্জন ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, দীপেন্দু বিশ্বাস , সুমিত মুখার্জি ও অতনু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন অলিম্পিয়ান সোমা বিশ্বাস। আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্তের উপস্থিতিতেই হল এই অনুষ্ঠান। বাংলা দলকে সন্তোষ ট্রফি জেতানো, মোহনবাগানকে আইলিগ দেওয়া কোচ কিংবদন্তি সঞ্জয় সেনও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এসেছিলেন প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দি।
সোমবার কিংবদন্তি ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জি জন্মদিন । তার জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ জানানো উপলক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এছাড়াও এদিন ক্যালকাটা প্রিমিয়ার লিগের ম্যাসকটেরও উদ্বোধন করা হয়। ম্যাসকটটি করা হয়েছে গোপাল ভাঁড়ের আদলে।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0