আগামীকাল ছ’মাস পূর্ণ হচ্ছে আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার। আগামীকালই নির্যাতীতার জন্মদিন। এই দিনটিকে কেন্দ্র করে নতুন করে প্রতিবাদ সঙ্গঠিত কারা ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের পক্ষ থেকে। কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত হবে মিছিল।
শুক্রবার অভয়া মঞ্চের তরফে অভয়ার বৃহত্তর পরিবারের কাছে সেই আমন্ত্রণপত্রই পৌঁছে গেল লালবাজার থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট, সিবিআই দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর, মেডিক্যাল কাউন্সিলে। অভয়া মঞ্চ-এর বক্তব্য, অভয়াকাণ্ড ঘটে গিয়েছে রাজ্যের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কিছু মানুষের গাফিলতির ফলে। সেই সব লোকের জন্যই কলুষিত হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি। অতএব এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচানোর দায় অভয়া মঞ্চকেই নিতে হবে। তাই অভয়ার জন্মদিনে শামিল হতেই এই আমন্ত্রণ। রবিবার বিকেল ৩টায় কলেজ স্কোয়ার থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত মহা মৌনমিছিল করবে অভয়া মঞ্চ। এরপর সেখানে পালিত হবে অভয়ার ৩২তম জন্মদিন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে আমন্ত্রণ জানাতে যান চিকিৎসক তমোনাশ চৌধুরি সহ অভয়া মঞ্চের প্রতিনিধিরা যান। এসএসকেএম হাসাপাতালের সামনে জড়ো হয়ে একসাথে তারা যান কালিঘাটে। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের মুখ্যমন্ত্রীর বাসভবনে যেতে দেওয়া হয়নি। চিকিৎসক চৌধুরি জানান, আগামীকাল আমাদের কর্মসূচিতে অভয়ার বাবা মা থাকবেন। মুখ্যমন্ত্রী যদি আসেন তাহলে ভালো হবে। সাধারণ মানুষের কথা তিনি জানতে পারবেন।
শুক্রবার অভয়া মঞ্চ-এর তরফে দু’টি দল পৌঁছে যায় বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে। লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারকে আমন্ত্রণপত্র দেন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস-র সাধারণ সম্পাদক ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায় সহ অভয়া মঞ্চের বিভিন্ন সদস্যরা। অন্যদিকে সল্টলেকে বিধাননগর কমিশনারেট, সিবিআই দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য ভবন ও মেডিক্যাল কাউন্সিলে যান অভয়া মঞ্চ-এর আহ্বায়ক ডাঃ তমোনাশ চৌধুরি সহ মঞ্চের অন্যান্য সদস্যরা। তাঁরা বলেন, আর জি কর হাসপাতালে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় অভয়ার জন্মদিন পালিত হবে। আর তা পালন করব আমরা অর্থাৎ অভয়ার বৃহত্তর পরিবার। এই জন্মদিন পালনে আমরা প্রশাসনিক ক্ষেত্রের সর্বোচ্চ আধিকারিকদের আমন্ত্রণ জানাচ্ছি।
Comments :0