ANAYAKATHA | SOURAV DUTTA | MOLLA NASIRUDDIN — MUKTADHARA | SUNDAY 7 JULY 2024

অন্যকথা — সৌরভ দত্ত | ইতিহাসের রূপকথার মিথ মোল্লা নাসিরুদ্দিন — মুক্তধারা | রবিবার ৭ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

ANAYAKATHA  SOURAV DUTTA  MOLLA NASIRUDDIN  MUKTADHARA  SUNDAY 7 JULY 2024

অন্যকথা

ইতিহাসের রূপকথার মিথ মোল্লা নাসিরুদ্দিন

সৌরভ দত্ত

মুক্তধারা


নাসিরুদ্দিনের গল্পগাথা সারা বিশ্বে মানুষের কাছে বহুল প্রচলিত।ইতিহিসের পাতায় মিথ হয়ে বেঁচে থাকবে তাঁর অমর গল্প। গল্পগুলির মধ্যে অনাবিল হাস্যরসের ফোয়ারা লক্ষ্যণীয়।মোল্লা গল্পের জাগলারি মুগ্ধ করে পাঠককে।আরব্য রজনীর কাহিনিগুলির মতো চীনের সিনচিয়াং এর উইগুর জাতির অন্তর্গত রক্তের ভিতরে ঢুকে গেছে তার নাম। সম্ভবত মধ্যযুগে আনুমানিক ত্রয়োদশ শতকে সেলজুক  শাসনকালে ইরানের বৃহত্তর খোরাসান প্রদেশে তিনি বসবাস করতেন।তিনি আদৌ কোথাকার লোক ছিলেন অনেকে জানেনা।তাকে কেমন দেখতে,তার পোশাক-আসাক কেমন ছিল এ নিয়ে মানুষের কৌতূহল সর্বজনবিদিত। অত্যন্ত প্রত্যুৎপন্নতা, তীক্ষ্ণ বুদ্ধি সবাইকে চমকিত করে। কল্পিত বর্ণনায় মাথায় পাগড়ি,মুখে লম্বা দাড়ি, দুর্বল শীর্ণকায় ।পোষা গাধার পিঠে চড়ে পাড় হয়েছেন দূর দুর্দান্ত।রাজা-উজির আমির ওমরাহ সকলের কাছে হাজির হয়েছেন নাসিরুদ্দিন। সেলজুক শাসনের সময়পর্বে তিনি ১২৭৫ সালে মারা যান।একটি দাবি করা হয় যে নাসরদ্দিনের সমাধি আকশেহিরে রয়েছে এবং আন্তর্জাতিক নাসরদ্দিন হোজ্জা উৎসব প্রতি বছর আকশেহিরে, ৫-১০ জুলাই অনুষ্ঠিত হয়।

Comments :0

Login to leave a comment