Amul milk price hike

ফের দাম বাড়ল আমুল দুধের

জাতীয়

লিটার প্রতি ৩ টাকা দাম বাড়ালো আমুল। এর ফলে আমুল গোল্ডের দাম হবে প্রতি লিটারে ৬৬ টাকা। আমুল তাজা লিটার প্রতি ৫৪ টাকা, আমুল দুধ লটিার প্রতি ৫৬ টাকা এবং আমুল এ-২ মহিষের দুধের দাম এখন থেকে লিটার প্রতি ৭০ টাকা হবে, বৃহস্পতিবার এক বিবৃতিততে আমুল জানিয়েছে। দুধের পরিচালন ও উৎপাদনের সামগ্রিক ব্যয় বৃদ্ধির কারণে দাম বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র গবাদি পশুর খাওয়ার খরচ বেড়েছে প্রায় ২০ শতাংশ, আমুল বলেছে।

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দুধের দাম বৃদ্ধি নিয়ে বলেন, “আমুল দুধের দাম বেড়েছে, এতে সাধারণ মানুষ প্রভাবিত হবে। হয়তো মোদীজী ও অমিত শাহজী দুধ খান না, কিন্তু আমাদের দেশের শিশুদের জন্য দুধ অত্য়াবশ্যকীয়। দুধের দাম বাড়িয়ে সরকার নিজেদের উদ্দেশ্য় স্পষ্ট করে দিয়েছে।”

Comments :0

Login to leave a comment