JPC demanded by INC

আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাইল কংগ্রেস

জাতীয়

আদানি ইস্যুতে আরও সুর চড়াল কংগ্রেস।  যৌথ সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) ছাড়া অন্য কোনো কমিটিকে দিয়ে তদন্ত করালে তা অন্তঃসারশূণ্য হবে বলে জানালো কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, সরকার কর্তৃক একটি কমিটি গঠনের জন্য সুপ্রিম কোর্টের যে প্রস্তাব তা দিয়ে তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।
১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ আদানি-হিন্ডেনবার্গের বিতর্কের বিষয়ে পিটিশনের শুনানি করার সময়, হিন্ডেনবার্গের অভিযোগের পরে তা পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করে।


রমেশ অভিযোগের প্রকৃতির পরিপ্রেক্ষিতে বলেছেন, আদানি এবং বিজেপির মধ্যে সম্পর্ক জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত কর্মকর্তাদের দিয়ে তদন্ত করা অপরিহার্য। তিনি দাবি করেছেন যে সিকিউরিটিজ এবং ব্যাংকিং লেনদেনের বেনিয়ম এবং ২০০১ সালের স্টক-মার্কেট কেলেঙ্কারির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলির তদন্তের জন্য অতীতে বেশ কয়েকটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment