গত তিন বছরে ৪৬৩ জন সেনা কর্মী আত্মহত্যা করেছে। তারমধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসফ, আইটিবিপি, এসএসবি, এনএসজি বা আসাম রাইফেলের মতো সেনা কর্মীরা। বুধবার রাজ্যসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এই বেশী সংখ্যাক সেনা কর্মী কেন আত্মহননের পথ বেছে নিলেন এই প্রসঙ্গে মন্ত্রী বলেছেন কর্মক্ষেত্রে মানসিক চাপ থাকাতেই সেনা কর্মীদের মধ্যে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।
সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা কমাত সরকার কি পদক্ষেপ করছে। সে প্রসঙ্গে মন্ত্রী বলেন টাস্ক ফোর্স রুপরেখা তৈরি করছে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে প্রাথমিক ভাবে কাউন্সেলিংয়ের কথা ভাবা হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে ১৩৫ জন, ২০২১-এ ১৫৭ জন ও ২০২০ সালে ১৪৪ জন সেনা কর্মী আত্মহত্যা করেছিল।
Comments :0