ত্রিপুরায় প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। শনিবার ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ফাঁকা রয়েছে ১২টি আসন। ত্রিপুরায় এখন জায়গায় জায়গায় দলীয় কোন্দলে দপ্তর ভাঙচুর হচ্ছে বিজেপি’র।
গতবার আইপিএফটি’র সঙ্গো জোট করেছিল বিজেপি। আইপিএফটি এখন জোটে নেই। তবে দিল্লিতে বিজেপি’র নেতারা সংবাদমাধ্যমে বলেছেন যে সব সম্ভাবনা খোলা রাখা হয়েছে।
যে ৪৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে ৩টিতে গতবার প্রার্থী ছিল আইপিএফটি’র। মনোনয়ন জমা দেওয়ার জন্য বাকি আছে আর দু’দিন।
বিজেপি’র এই তালিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম নেই। গত বছর বিপ্লব দেব ইস্তফা দেন। এই তালিকায় ২১টি নতুন মুখ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে প্রার্থী করেছে বিজেপি।
দলীয় কোন্দলে ভাঙচুর হয়েছে চণ্ডীপুরে বিজেপি’র দপ্তরও। এর আগে কমলাসাগর, কদমতলা, বাগবাজারের মতো বিভিন্ন এলাকায় দলের মণ্ডল ও বুথ দপ্তরে ভাঙচুর চালায় দলেরই বিক্ষুব্ধ অংশ।
Comments :0