রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ব্রিটিশ ভারতের তিন শহীদ ভগৎ সিং, শুকদেব এবং রাজগুরুকে। নওজোয়ান ভারত সভার ১০০ তম বর্ষ এবং শহীদ ভগৎ সিং, সুকদেব ও রাজগুরুর ৯৫ তম আত্মবলিদান দিবসে ঘাটাল মহকুমার ৫টি ব্লক ও ৩টি পৌর এলাকার মোট আটটি জায়গা থেকে মিছিল করল ডিওয়াইএফআই।
ধর্মান্ধতার বিরুদ্ধে কাজ এবং জীবিকার লড়াইয়ে তীব্র করার আহ্বান জানালো ডিওয়াইএফআই। বাইক মিছিল স্লোগান তুলল, ‘জাত নয়, ভাতের লড়াই চলবে’। উঠল কাজের দাবি। সবশেষে ঘাটাল শহরে কেন্দ্রীয় মিছিল বাইক মিছিল সহ সভা হয়।
সব মিলিয়ে ২৬৮ কিলোমিটার পথ পরিক্রমা করে বাইক মিছিল ঘাটাল মহকুমা জুড়ে।
এছাড়া রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি জায়গায় রক্তদান শিবির হয়েছে। ৭৮টি জায়গায় পতাকা উত্তোলন সহ তিন শহীদকে স্মরণ করা হয়।
নারায়ণগড় ব্লকের খাকুড়াদাতে পদযাত্রা সহ আলোচনাসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই’র প্রাক্তন দুই সাধারণ সম্পাদক তাপস সিনহা ও অভয় মুখার্জি। যুব সংগঠনের বার্ষিক রক্তদান ক্যালেন্ডার প্রকাশিত হয় ডিওয়াইএফ’র প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে। যুবদের কাজের জন্য শিল্পায়নের দাবিতে লড়াইয়ের শপথ নেয় ডিওয়াইএফআই।
মালদহে এদিন মিহির দাস ভবনের সামনে এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে পতাকা উত্তোলন করেন সৌরভ দাস। পরে একে একে শহীদ বেদীতে মাল্যদান করেন সৌরভ দাস সহ চিরঞ্জিত মন্ডল, কৌশিক মৈত্র, অরূপ পোদ্দার, মোস্তাক আলম সহ অন্যান্যরা। রক্তদান হয় ডিওয়াইএফআই ইংরেজবাজার শহর লোকাল কমিটির ১ নম্বর ইউনিটের মাধবনগরে। রক্তদান শিবির উদ্বোধন করেন সংগঠনের প্রাক্তন জেলা সম্পাদক কৌশিক মিশ্র। ছিলেন জেলা সম্পাদক অরূপ পোদ্দার সহ নেতৃবৃন্দ। ২৮ মার্চ বেকারি বিরোধী দিবসে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে চলেছে প্রচার।
ডিওয়াইএফআই দক্ষিণ যাদবপুর-২ লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবির হয়। শিবিরে ৮ যুবতী সহ মোট ৬০ জন রক্তদান করেন। সংগঠনের জেলা সম্পাদক সোমনাথ ঘোষ, মহিলা সমিতির জেলা সম্পাদিকা মোনালিসা সিনহা প্রমুখ বক্তব্য রাখেন।
কোচবিহার শহরের গোপাল সাহা ভবনে আলোচনা সভার আয়োজন করে এসএফআই। মুখ্য বক্তা ছিলেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা বিশিষ্ট আইনজীবী দেবজ্যোতি গোস্বামী। প্রারম্ভিক বক্তব্য রাখেন এসএফআই’র রাজ্য সভাপতি প্রণয় কার্যী।
জলপাইগুড়িতে এদিন ছাত্রছাত্রী নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে এসএফআই, ডিওয়াইএফআই ৷
বার্ষিক রক্তদান ক্যালেন্ডার প্রকাশিত হয় ডিওয়াইএফ’র প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে। রয়েছেন অভয় মুখার্জি ও তাপস সিনহা।
Comments :0