Bomb Explosion North Dinajpur

মজুত বোমা ফেটে রায়গঞ্জে জখম ৩ শিশু

রাজ্য

Bomb Explosion North Dinajpur


ডালখোলা ইটাহারে বোমা বিস্ফোরণের পর এবার রায়গঞ্জে। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কিত গ্রাম। বুধবার রায়গঞ্জের লক্ষ্মনীয়ায় এলাকায় বোমা ফেটে গুরুতর আহত ৩ শিশু। আহতদের মধ্যে একজনে অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে বিস্ফোরণে আহত তিন শিশুর নাম ইসাদ আলি(৮), আসাদুর মহম্মদ (৭), সমীর আলি ইসাদ আলি(৮)।


জানা গেছে লক্ষ্মনীয়ার ফকিরটোলা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আহত ৩ শিশু। আহত শিশু ইসাদ আলির দাদু মহম্মদ সৈফুর জানান, স্কুল থেকে বাড়ি ফিরেছে ছেলেরা। এরপরেই স্কুলের পাশেই একটা বাড়ি তৈরি হচ্ছে সেখানেই তিনজন খেলাধুলা করছিলো। সেইসময় একটি লাল কৌটা শিশুরা দেখতে পায়। সেই কৌটা হাত দিতেই বিস্ফোরণ ঘটে গেছে বলে তিনি জানান। এলাকা সুত্রে জানা গেছে স্থানীয় আকবর আলির নব নির্মিত বাড়িতে বোমা মজুত ছিলো। 

মজুত বোমা ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৈয়ফুর মহম্মদ। গ্রামের মানুষের দাবি এখনও ঘটনাস্থলে একাধিক বোমা মজুত রয়েছে। স্থানীয়দের তৎপরতায় আহতদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে লক্ষ্মনীয়ায় বোমা ফেটে ৩ শিশুর আহত হওয়ার ঘটনায় ফের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment