Britain Ambulance Crew Strike

এবার ধর্মঘটে ব্রিটেনের অ্যাম্বুল্যান্স কর্মীরাও

আন্তর্জাতিক

Britain Ambulance Crew Strike

ধর্মঘটে যাচ্ছে অ্যাম্বুল্যান্স কর্মীরাও। ২১ এবং ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে ব্রিটেনের অ্যাম্বুল্যান্স কর্মীদের তিন প্রধান ইউনিয়ন। ধর্মঘটের জেরে পরিস্থিতি কঠিন হতে পারে, জানিয়েছেন ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচ এস)’র প্রধান। 

দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে সরব সরকারি স্বাস্থ্য পরিষেবা এনএইচএস’র অ্যাম্বুল্যান্স কর্মীরা। চড়া হার মূল্যবৃদ্ধির, প্রায় দু’অঙ্কে পৌঁছেও যাচ্ছে। সরকার অ্যাম্বুল্যান্স কর্মীদের ৪.৭৫ শতাংশ বৃদ্ধিতে রাজি হয়েছে। কর্মীদের দাবি মূল্যবৃদ্ধির হার হিসেবে রেখে বাড়াতে হবে বেতন। 

 

এনএইচএস, ইংল্যান্ডের প্রধান ডেভিড স্লোম্যান সব হাসপাতালে চিঠি পাঠিয়ে যত বেশি সম্ভব রোগীকে ছাড়ার নির্দেশ দিয়েছেন। জরুরি বিভাগ খালি করার ওপর জোর দেওয়া হচ্ছে বেশি। চিকিৎসার জন্য অন্য বিভাগে পাঠানোর প্রয়োজন থাকলে দ্রুত তা করতে বলেছেন স্লোম্যান। 

রয়াল কলেজ অব এমারজেন্সি মেডিসিনের প্রধান অ্যাড্রিয়ান বয়েল জানিয়েছেন বেশি তাড়াহুড়ো করার সমস্যা আছে। চিকিৎসায় গোলমাল হতে পারে। জরুরি বিভাগ দ্রুত খালি করার নির্দেশ কার্যকর করা কঠিন। 

 

এর আগে ব্রিটেনে ধর্মঘট করেছেন রেল শ্রমিকরা। সদ্যই প্রথম দফার ধর্মঘট করেছেন নার্সরা। এবার অ্যাম্বুল্যান্স কর্মীরা ধর্মঘটের সিদ্ধান্ত জানিয়েছেন। তাঁদের সঙ্গে শামিল হতে পারেন প্যারামেডিক্যাল কর্মী এবং পরিচালনা বিভাগের কর্মীরাও। 

স্বাস্থ্য, পরিবহণের মতো জনপরিষেবার মতো ক্ষেত্রে টানা বেসরকারিকরণ চলেছে ব্রিটেনে। কোভিডেত সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনের স্বাস্থ্য কাঠমোর সঙ্কট আর চেপে রাখা যায়নি। সরকারি পরিষেবায় বরাদ্দ বাড়াতে নারাজ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকার।    

Comments :0

Login to leave a comment