বই
কাশ্মীর জিজ্ঞাসা
প্রদোষকুমার বাগচী
গত ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অবস্থানকে মোদী সরকার রদ করে দেয় এবং এর সহায়ক ৩৫ ক-ধারা বিধানটিও বাতিল করে। এই অগণতান্ত্রিক পদক্ষেপ ভারতের বৈচিত্র্যর মধ্যে ঐক্যের নীতিকে আঘাত করেছে। এটা শুধুমাত্র ৩৭০ ধারা বাতিলের মধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ অবস্থানকে রদ করাই নয়, এর মাধ্যমেই গণতন্ত্রের বরবাদিও ঘটিয়ে দেওয়া হয়েছে। সিপিআই (এম) এই অভূতপূর্ব আইন ও পদক্ষেপগুলির তীব্র বিরোধিতা করেছে। কি কারণে এই পদক্ষেপের বিরোধিতা সেই প্রসঙ্গ আলোচিত হয়েছে এই পুস্তিকায়। কিভাবে কাশ্মীর প্রশ্নে ৩৭০ ধারা এল তার রাজনৈতিক প্রেক্ষিত ও ঐতিহাসিক ঘটনাক্রম প্রশ্নোত্তরে তুলে ধরা হয়েছে । প্রচ্ছদে যন্ত্রণার ছবি এঁকেছে মনীষ দেব।
প্রশ্নোত্তরে কাশ্মীর প্রসঙ্গ : কেন এই ধ্বংসাত্মক আঘাত?
কেন্দ্রীয় কমিটি। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ৩১ আলিমুদ্দিন স্ট্রিট। কলকাতা — ১৬। ৫টাকা।
Comments :0