ক্যালিফোর্নিয়ার সমুদ্রে ঝাঁপ দেবে ড্রাগন স্পেসক্র্যাফট। পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। সঙ্গে রয়েছেন সঙ্গী আরও তিন মহাকাশচারী।
ভারতীয় সময়ে ৪’৫৫ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছাড়ে শুক্লাদের মহাকাশযান। প্রায় সাড়ে ২২ ঘন্টা লাগবে পৃথিবীতে ফিরতে।
গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর সঙ্গে রয়েছেন পেগি হুইটসন, স্লজ উজানস্কি-উইজেনস্কি এবং টিবর কাপু।
রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লাই প্রথম গেলেন মহাকাশে। ১৯৮৪-তে শর্মা মহাকাশে গিয়েছিলেন।
‘অ্যক্সিয়ম ফোর’ বা ‘মিশন আকাশগঙ্গা’ প্রকল্পে ভারত ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য জানিয়েছে। উদ্দেশ্য, ২০৪০-এ যাতে কোনও ভারতীয়কে চাঁদে পাঠানো যায়।
Shubhanshu Shukla
মহাকাশ থেকে শুভাংশুরা পৃথিবীতে পৌঁছাবেন কাল

×
Comments :0