on this day 2002

নিজের ৭০০তম ম্যাচে দ্বিতীয় বিসকেইন শিরোপা জিতেছিলেন আন্দ্রে আগাসি আজকের দিনে

খেলা

on-this-day-2002

আজ ৩১মার্চ। ২০০২ সালের আজকের দিনে নিজের ৭০০তম ম্যাচ খেলেছিলেন টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি। ফ্লোরিডার ন্যাসডাক ১০০ ওপেনে জিতেছিলেন নিজের দ্বিতীয় বিসকেইন শিরোপা । হারিয়েছিলেন আর এক কিংবদন্তি রজার ফেডেরারকে। ৬-৩,৬-৩,৩-৬ এবং ৬-৪ ব্যবধানে জিতেছিলেন আগাসি।১৯৭০ এ লাস ভেগাসের নেভাডায় জন্ম হয় আগাসির। ১৯৮৬ তে আগাসি মাত্র ১৬বছর বয়সে নিজের পেশাদারী টেনিসের সূচনা করেন কার্লিফোনিয়ায়। জিতেছেন মোট ৮টি গ্র্যান্ড স্ল্যাম। প্রায় ১০১ সপ্তাহ ধরে ছিলেন বিশ্বের একনম্বর স্থানে। ১৯৯৬এর আটল্যান্টা অলিম্পিকে জিতেছিলেন স্বর্ণপদক। সেই সময় তার সঙ্গে পিট সাম্প্রাসের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতেন টেনিসপ্রেমী মানুষ। ২০০৬সালে টেনিসের ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে অবসর ঘোষণা করেন এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়।

 

 

Comments :0

Login to leave a comment