এমআরএ চুক্তি বা মাস্টার রাইটস এগ্রিমেন্টের দরুন আপাতত স্থগিত রয়েছে এই মরশুমের আইএসএল। এই নিয়ে তোলপাড় চলেছে গোটা দেশেই। কোন পথে যেতে চলেছে ভারতীয় ফুটবল। এই নিয়ে আশংকায় রয়েছে গোটা দেশ। এবার এই বিষয়ে নিজের ধারণা ব্যাক্ত করলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কিংবদন্তি সুনীল ছেত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন ' আমি শুধু আমার দলই নয় । অন্যান্য দলের প্লেয়ার , স্টাফদের থেকেও ফোন এবং মেসেজ পেয়েছি। তারা সকলেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে খুবই আশংকিত ও ব্যাথিত। আমার কাছে সব কিছুর উত্তর নেই । তবে আমার বিশ্বাস যে ম্যানেজমেন্ট এই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হবেন '। প্লেয়ার , স্টাফ , মেডিকেল দলগুলিকে আশস্ত করে বলেন ' আপনারা সকলে দোয়া করে একটু শান্ত হন। আমাদের সকলকেই এই ঝড়ঝাপ্টার মোকাবিলা করতে হবে । সকলে অনুশীলনে যোগ দিন । ফুটবল ঠিকই আবার শুরু হবে '।
আগামী ১৮তারিখ এই চুক্তি সংক্রান্ত বিষয়ে কোর্টের রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। তবে এই সিদ্ধান্ত ফেডারেশন মেনে না নিলে আরো বিলম্ব হতে পারে আইএসএল। প্রত্যেক বছর সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হয় এই প্রতিযোগিতা। তবে এই বছর এফএসডিএল ( ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড ) ও এআইএফএফ ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) নতুন চুক্তি স্বাক্ষরিত হবে । তারপর খেলার দিনক্ষণ ঘোষণা এবং আরো আনুষাঙ্গিক প্রস্তুতি সেরে আইএসএল শুরু হতে হতে হয়তো ডিসেম্বর হয়ে যেতে পারে। অর্থাৎ প্রতি বছরের ন্যায় ২০২৫ - ২৬ মরশুমের আইএসএল প্রতিযোগিতা ৩মাস বিলম্বিত হয়ে ডিসেম্বরে শুরু হতে পারে।
Comments :0