ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং আমেরিকার সাম্রাজ্যবাদী স্বার্থের কাছে আত্মসমর্পণ বন্ধ করতে হবে মোদী সরকারকে।
এই দাবি তুলে রবিবার মাদুরাইয়ে সিপিআই(এম) ২৪ তম পার্টি কংগ্রেসে প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিজু কৃষ্ণণ।
প্রস্তাবে বলা হয়েছে, ভারত সরকার মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থের কাছে পুরোপুরি নতিস্বীকার করেছে। দেশের শ্রমজীবী জনতা এবং কৃষকদের স্বার্থ বিপদের মুখে ফেলে দিচ্ছে।
ভারতীয় পণ্যের আমদানিতে ২৬ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। ৯ এপ্রিল থেকে তা কার্যকর হবে। আমেরিকায় ভারতীয় পণ্যের বাজারকে আটকে দেওয়ার ব্যবস্থা করছে ট্রাম্প প্রশাসন। ভারতকে চাপ দিচ্ছে কৃষি পণ্য এবং খাদ্যের মতো বাজার খুলে দেওয়ার জন্য।
কৃষ্ণণ বলেছেন, ভারতের কৃষি, মাছ চাষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ওষুধ শিল্পের রপ্তানিতে বিরূপ প্রভাব পড়বে আমেরিকার চাপানো শুল্কে। অথচ ভারত সরকার চুপ করে বসে রয়েছে। অন্য বিভিন্ন দেশ আমেরিকার পণ্যের ওপর পালটা শুল্ক বসিয়েছে। ভারত সরকার যাতে ব্যবস্থা নেয় তার জন্য প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে সিপিআই(এম)।
কৃষ্ণণ বলেছেন, বিজেপি সরকার অন্য দেশগুলির বিচারে উলটো পথে হাঁটছে। পালটা শুল্ক না বসিয়ে আমেরিকার পণ্যের জন্য দেশের বাজার খুলে দেওয়ার দিকে যেতে চাইছে বিজেপি সরকার। তার ফলে ভারতীয় কৃষকদের ফসলের বাজার আরও কমবে। তাঁরাই সব থেকে ক্ষতিগ্রস্ত হবেন। ফসলের দাম পাবেন না। কেন্দ্রের সরকারকে এই ধরনের চেষ্টা বন্ধ করতে হবে।
CPI-M Madurai Party Congress
ট্রাম্পের শুল্কযুদ্ধ, বিজেপি সরকারের আত্মসমর্পণের বিরুদ্ধে প্রস্তাব পার্টি কংগ্রেসে

×
Comments :0