Raniganj Deputation

ভূমি দপ্তরকে জমি মাফিয়াদের মুক্তাঞ্চল করা চলবে না, বিক্ষোভ রানিগঞ্জে

জেলা

বৃহস্পতিবার রানিগঞ্জে ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর অভিমুখে মিছিল সিপিআই(এম)’র।

গরিব মানুষের জমির পাট্টা দেওয়া, মিউটেশন করা, পুকুর ভরাট বন্ধ করা সহ ভাগচাষীদের বর্গা রেকর্ড করা এবং জমি লুটেরাদের হাত থেকে কৃষি জমি রক্ষার দাবিতে সোচ্চার হয়ে রানিগঞ্জ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, সিআইটিইউ, বস্তি উন্নয়ন সমিতি, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ, আদিবাসী অধিকার মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে সিপিআই(এম)’র রানিসায়ের কদমডাঙা দপ্তর থেকে শ্রমজীবীরা মিছিল করে ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আছড়ে পড়ে। সেখানে বঞ্চিত মানুষের দাবি নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। 
বক্তব্য রাখেন পূর্ণদাস ব্যানার্জি, দিব্যেন্দু মুখার্জি, মলয় মণ্ডল, সঞ্জয় প্রামাণিক। নেতৃবৃন্দ বলেন, বিএলএলআরও দপ্তর জমি মাফিয়াদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। রাজ্যজুড়ে চুরি, দুর্নীতি, লুট চলছে। চাকরি চুরি থেকে শ্মশানের জমি লুট হচ্ছে। গরিব কৃষকদের বঞ্চিত করে জমি বিক্রি ও হাতবদল হয়ে যাচ্ছে। তৃণমূলের নেতারা প্রশাসনের মদতে হুমকি দিয়ে জমি দখল করছে। জলাশয় ভরাট করে নির্মাণ করছে জমি মাফিয়ারা। শহরের বস্তিবাসীদের বাস্তুভিটা রেকর্ড করার দাবি ওঠে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন বারবার প্রান্তিক বঞ্চিত মানুষের দাবি নিয়ে বিডিও এবং বিএলএলএলআরও অফিসে দরবার করা হলেও কোনও সুরাহা হয়নি। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বামপন্থী শ্রমজীবী সংগঠনগুলি লড়াই করছে। 
নেতৃবৃন্দ বলেন, ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশে এই দাবি নিয়ে প্রান্তিক শ্রমজীবী মানুষেরা শামিল হবেন। আগামীদিনে জমি লুটের বিরুদ্ধে গরিব মানুষের ঐক্যকে সংহত করেই বৃহত্তর আন্দোলন হবে বলে জানান নেতৃবৃন্দ। 
এদিন পূর্ণদাস ব্যানার্জির নেতৃত্বে রেবু মুর্মু, পরাশর মহন্ত, নারান বাউরি, সঞ্জয় প্রামাণিকের নেতৃত্বে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে ডেপুটেশন দেয়।

Comments :0

Login to leave a comment