ত্রিপুরার জনতার স্বার্থ রক্ষায় আরও দায়বদ্ধতার সঙ্গে লড়াই চালাবে সিপিআই(এম) এবং বামফ্রন্ট। বিজেপি’র বিরুদ্ধে ভোট দিয়েছেন যাঁরা তাঁদের সকলকে অভিনন্দন জানিয়ে এই লক্ষ্য জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
বৃহস্পতিবার ত্রিপুরার ফল গণনা হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত রায়ের উল্লেখ করে পলিট ব্যুরো বলেছে, চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। দেখা যাচ্ছে বিধানসভায় সামান্য গরিষ্ঠতার দিকে এগচ্ছে বিজেপি জোট। গতবার, ২০১৮’তে এই জোট ৪৪ আসনে জয়ী হয়েছিল। সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশনের ওয়েবসাইট জানাচ্ছে বিজেপি ৩২ আসনে জয়ী। সঙ্গী আইপিএফটি জয়ী ১ আসনে। ত্রিপুরার ৬০ আসনের বিধানসভায় গরিষ্ঠতার জন্য দরকার ৩১ আসন।
সিপিআই(এম) জয়ী ১১ আসনে, কংগ্রেস জয়ী ৩ আসনে। তিপরা মথা ১৩ আসনে জয়ী।
পলিট ব্যুরো বলেছে, এই সামান্য গরিষ্ঠতার জন্য বেনজির মাত্রায় অর্থ খরচ করেছে বিজেপি। পলিট ব্যুরো অভিনন্দন জানিয়েছে সিপিআই(এম) এবং বামফ্রন্টের হাজার হাজর কর্মীদের। যাঁরা গত পাঁচ বছর বেলাগাম নিপীড়ন সত্ত্বেও সাহসের সঙ্গে এগিয়ে গিয়ে নির্বাচনী প্রচার সংগঠিত করেছেন, মানুষের কাছে পৌঁছেছেন যে মানুষের সঙ্গে কথা বলার সুযোগটুকুও ছিল না।
Comments :0