সমগ্র দার্জিলিঙ জেলার পাশাপাশি শিলিগুড়ি মহকুমাতেও সিপিআই(এম)’র উদ্যোগে জনসংযোগ কর্মসূচী লাগাতারভাবে চলছে। মানুষের বিভিন্ন দাবিদাওয়া নিয়েও সভা, মিছিল ধারাবাহিক আন্দোলন চলছে।
তারই অঙ্গ হিসেবে সিপিআই(এম) শিলিগুড়ি ২নং এরিয়া কমিটির উদ্যোগে শনিবার দুপুরে খালপাড়া, বিবেকানন্দ রোড, মহাবীরস্থান এলাকায় জনসংযোগ কর্মসূচী ও গণ অর্থ সংগ্রহ অভিযান চলেছে। এদিনও ওই সমস্ত এলাকার ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, পথচলতি সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগ শুনেছেন নেতৃবৃন্দ। এলাকার সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানিয়ে জনসংযোগ কর্মসূচীতে অংশগ্রহন করেছেন। সাধ্য মতো অর্থ সাহায্যও করেছেন।
নিকাশী নালা, পানীয় জল সমস্যা নিয়ে বিস্তর অভিযোগ জানানোর পাশাপাশি গরীব মানুষের স্বার্থ বাহিত কোন পৌর পরিষেবা না মেলায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ। বস্তি কলোনি এলাকার মানুষদের পৌর কর্পোরেশন থেকে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিবার পিছু মাসিক ১০ কেজি চাল দেওয়াও বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বোর্ড বন্ধ করে দিয়েছে। জন্ম মৃত্যুর শংসাপত্র, ট্রেড লাইসেন্স নিয়ে হয়রান হতে হচ্ছে মানুষকে। সমস্ত বিষয়গুলি জনসংযোগ কর্মসূচীতে উঠে এসেছে। এদিন জনসংযোগ কর্মসূচী এলাকায় ব্যাপক সাড়া ফেলে। চলতি বছরের গত ১ জানুয়ারি থেকেই সিপিআই(এম) শিলিগুড়ি ২নং এরিয়া কমিটির উদ্যোগে শহরবাসীর বিভিন্ন দাবিদাওয়া ও তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সার্বিক ব্যর্থতা তুলে ধরে জনসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।
শনিবারের কর্মসূচী চলাকালীন মহাবীরস্থান এলাকায় রাস্তার ধারে চা বিক্রেতা মহাবীর শাহ নামে ব্যক্তি এগিয়ে এসে অর্থ সাহায্য করার পাশাপাশি বলেন, গরীব মানুষের দাবি দাওয়া ও খিদে মেটাতে পরিবর্তিত রাজনৈতিক সময়ে লাল ঝান্ডাই একমাত্র ভরসা। সিপিআই(এম) ২নং এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার বলেন, নতুন বছরের প্রথম দিন থেকেই এই কর্মসূচী শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ব্যর্থতার বিরুদ্ধে এবং শহরের আইনশৃঙ্খলার অবনতি, তৃণমূলের দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, শহরবাসীর দুর্দশা ও হয়রানি সহ নানা দাবিদাওয়া নিয়ে আগামীদিনেও ধারাবাহিক কর্মসূচী চলবে। এদিনের কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় গুপ্তা, বুলবুল চ্যাটার্জি, গঙ্গা রায়, মহম্মদ লাল, সুরজ কুন্ডু প্রমুখ।
Comments :0