বাস বন্ধ রেখে, হুমকি দিয়েও কোচবিহারে সিপিআই(এম)’র সমাবেশ বানচাল করতে করতে পারলো না তৃণমূল। বৃহস্পতিবারের সমাবেশকে কেন্দ্র করে উপচে পড়লো কোচবিহারের রাসমেলা ময়দান। সমাবেশে বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম, অলোকেশ দাস সহ নেতৃবৃন্দ।
সেলিম বলেছেন, আজকের লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই। বাংলাভাষীকে রোহিঙ্গা বলে দিচ্ছে। ওরা বুলডোজার চালাতে চাইছে সারা দেশে। তাকে রুখতে হলে এককাট্টা হতে হবে। সে লড়াইয়ে হিন্দু থাকবেন, মুসলিম থাকবেন, রাজবংশী থাকবেন, সাঁওতালি থাকবেন, সবাই থাকবেন। আজ সে লড়াই হচ্ছে। গ্রাম জাগছে।’’
সিপিআই(এম) কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় তাঁর বক্তব্যে বলেন, ‘‘সমাবেশে যাতে মানুষ না আসতে পারে তার জন্য বাস করা হয়েছে, ভয় দেখানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু তাও মানুষ এসেছেন। মানুষ তৃণমূলকে প্রত্যাখান করছে।’’
তিনি আরও বলেন, ‘‘যুব সমাজের চরম অবমাননা চলছে। যোগ্যতা প্রমাণ করেছেন তবু চাকরি দিচ্ছে না তৃণমূল সরকার। ন্যায্য দাবিতে রাস্তায় বসে থাকতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে। আর প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্টদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়।’’
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এদিন প্রশাসনিক সভায় দাবি করেছেন যে, তাঁর সরকারের আমলে কৃষক ভালো আছে। অনন্ত রায় তাঁর বক্তব্যে বলেন, ‘‘কৃষকরা এই সরকারের আমলে নিজেদের ধান মাণ্ডিতে বিক্রি করতে পারছে না। কম দামে তাদের ধান বিক্রি করতে হচ্ছে। রাস্তায় ফসল ফেলে তাদের দাম না পেয়ে ফসল নষ্ট করতে হচ্ছে।’’
Comments :0