মহারাষ্ট্রের একাধিক পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন সিপিআই(এম) প্রার্থীরা। ফল ঘোষণার পরই থানে পালঘর জেলার তালাসারি মহকুমার কারাজগাঁওয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সুনীতা সিঙ্গদার বাড়িতে হামলা করেছে বিজেপি। রাতেই গ্রামবাসীরা থানা ঘিরে রাখেন প্রতিবাদে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ।
সিঙ্গদা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তালাসারি পঞ্চায়েত সমিতির প্রধানও নির্বাচিত হয়েছেন তিনি। কারাজগাঁওয়ে তাঁর বাসস্থানের এলাকায় পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন সিপিআই(এম)’র সঙ্গীতা ধোড়াদে। ফল ঘোষণার পরই সুনীতা সিঙ্গদার বাড়িতে হামলা চালায় বিজেপি’র দুষ্কৃতীরা। এক বিবৃতিতে ঘটনার বিবরণ দিয়ে বিজেপি’র হামলার তীব্র নিন্দা করেছে মহিলা সমিতি।
থানে পালঘর জেলার তালাসারি ও দাহানু মহকুমায় সিপিআই(এম) প্রার্থীরা জয়ী হয়েছেন একাধিক আসনে। তালাসারিতে কাভাদা, কারাজগাঁও, উধভা, কুরজে এবং উপলত পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন সিপিআই(এম) প্রার্থীরা।
দাহানু মহকুমায় সোগভে, মোড়গাঁও এবং কিনহাভালি পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন সিপিআই(এম) প্রার্থীরা।
মহারাষ্ট্রে পঞ্চায়েত ভোটে সাফল্যের দাবি নিয়ে সরকারে আসীন বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত পাওয়ার) জোটের সঙ্গে বিরোধী জোট মহারাষ্ট্র বিকাশ আঘাড়ির বিতর্ক তুঙ্গে।
রাজ্য মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২৩৫৯। মহারাষ্ট্রে কোনও রাজনৈতিক দলের প্রতীকে প্রার্থীরা লড়েন না। কংগ্রেসের দাবি, বিকাশ আঘাড়ির প্রার্থীরা জয়ী ১৩১২টি আসনে।
বিজেপি’র দাবি, সরকারে আসীন তিন দলই জয়ী হয়েছে ১৪৮৬ আসনে।
Comments :0