মীর আফরোজ জামান: ঢাকা
বস্ত্র শ্রমিকদের বিক্ষোভ, সেনাকে ঘিরে বিভিন্ন আলোচনার মধ্যে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। এদিন বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষে এই ভাষণ বলে জানানো হয়েছে।
ইউনুস বলেছেন, ‘‘জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির সবচেয়ে বড় হাতিয়ার ‘গুজব’। বহু অভিজ্ঞ সমরবিশারদ গুজবের পিছনে দিনরাত কাজ করছে।’’
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার কথা শুনিয়েছেন ইউনুস।
গত রবিবার থেকে ‘সেনা অভ্যুত্থানের সম্ভাবনা’ সংক্রান্ত বিভিন্ন আলোচনা ছড়িয়েছে। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপে দায়ী করে বিবৃতি দিয়েছে ইউনুসের সহযোগী ছাত্র আন্দোলনের একাংশ। এই অংশ এনসিপি নামে নতুন রাজনৈতিক দলও গড়েছে। সেই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিও তুলে চলেছে এই অংশ।
তবে ঈদের মুখে বাংলাদেশে শ্রমিক বিক্ষোভ বারবার দেখা যাচ্ছে। বস্ত্র শ্রমিকদের বেতন এবং বোনাসের দাবিতে আন্দোলনে মঙ্গলবার লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
মঙ্গলবার বাংলাদেশের স্টাইল ক্রাফট গার্মেন্টস, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, টিএনজেড অ্যাপারেলস লিমিটেডসহ বেশ কয়েকটি বস্ত্র কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রম ভবন ঘেরাও কর্মসূচিতে নামেন শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।
শ্রমিকদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে পুলিশি হামলা ও আটকের শিকার হয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়। শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অবিলম্বে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়ের নিঃশর্ত মুক্তি দাবি করেছে ছাত্র ইউনিয়ন। বলেছে যে অন্তর্বর্তী সরকার শ্রমিকদের দাবি মানতে বাধ্য করার মতো কোনও তৎপরতা দেখায়নি। উলটে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশি হামলার ঘটনা ঘটেছে। মুখে দায় ও দরদের রাজনীতির কথা বললেও এই অন্তর্বর্তী সরকারও আদতে পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী সরকার। জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না ১২ কারখানার মালিক। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় সরকার এসব কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
Comments :0