STUDENTS KERALA ATTACKED

অমরকন্টকে ক্যাম্পাসে আক্রান্ত
কেরালার ছাত্ররা, ক্ষোভ বিজয়নের

জাতীয়

অমরকন্টকের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হলেন কেরালার ছাত্ররা। অভিযোগ, প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরাই মারধর করেছে চার ছাত্রকে। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। সিপিআই(এম)’র এই পলিট ব্যুরো সদস্য বলেছেন, ‘‘পরিচয়ের ভিত্তিতে দেশে একের পর এক হামলা কতটা উদ্বেগজনক তা ফের প্রমাণ হয়েছে। এই জামলা প্রতিরোধ করা জরুরি।’’ 

জানা গিয়েছে, ওই চার ছাত্রকে ক্যাম্পাসের মধ্যেই পেটানো হয়। নিরাপত্তা কর্মীরাই তা করেছে বলে অভিযোগ। ১০ মার্চ, শুক্রবার, হয়েছে এই ঘটনা। মধ্য প্রদেশের অমরকন্টকে ইন্দিরা গান্ধী জাতীয় আদিবাসী বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত ওই চার ছাত্র কেরালা থেকে পড়তে গিয়েছেন। কেরালার ছাত্রছাত্রীদের ওপর এমন একাধিক আক্রমণের নজরি রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস। 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পাঠানো বিশদ চিঠিতে ব্রিটাস দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘দোষীদের শাস্তি দেওয়ার জন্য হস্তক্ষেপ করতে হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকেই।’’

ব্রিটাস চিঠিতে বলেছেন, ‘‘জানতে পারছি যে আচমকা বাদানুবাদের জেরে এই আক্রমণ হয়নি। পরিকল্পনা করে কেরালার ছাত্রদের ওপর হামলা হয়েছে। তাঁদের হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। গুরুতর আঘাত লেগেছে। গোটাটাই হয়েছে ক্যাম্পাসের মধ্যে।’’ 

ব্রিটাস কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে বলেছেন, ‘‘আঞ্চলিক, জনজাতি এবং ভাষার পরিচয়ের বিচারে চিহ্নিত করা হচ্ছে ছাত্রছাত্রীদের। তাঁদের ওপর আক্রমণ হচ্ছে। এই ঘটনা অত্যন্ত উদ্বেগের। দোষীদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া জরুরি।’’    

Comments :0

Login to leave a comment