Congress files petition on adani issue

হিন্ডনবার্গ বিতর্কে সুপ্রিম কোর্টে পিটিশন কংগ্রেসের

জাতীয়

হিন্ডনবার্গের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত চেয়ে আজ সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে কংগ্রেস। আবেদনটিতে এলআইসি এবং এসবিআই’র বিরুদ্ধেও তদন্তের দাবী জানানো হয়েছে ‘‘জনগণের টাকার একটি বিপুল অংশ’’ আদানী গ্রুপের ছাড়া শেয়ারে বিনিয়োগ করা হয়েছে বলে। আদানী গ্রুপের ১৮০০ টাকার শেয়ার দুই সরকারী সংস্থা ৩২০০ টাকায় কিনেছে বলে অভিযোগ। 


কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর এই আবেদনটি দাখিল করেন আদানী গ্রুপ জনগণের লক্ষ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে। সুপ্রিম কোর্টের তদারকিতে ইডি, সিবিআই, সেবি, আরবিআই ইত্যাদি সংস্থার দ্বারা এবং সুপ্রিম কোর্টের নজরদারীতে এই তদন্তের দাবী জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment