Cooch Behar To kolkata Flight

চলতি মাসেই কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা

রাজ্য

Cooch Behar To kolkata Flight


আবারও প্রতিশ্রুতি আর পরিকল্পনা ধারাপাত,  ১৫ ফেব্রুয়ারি নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচলের কথা জানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এর পাশাপাশি এদিন মন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী ৩ মাস ৯৯৯টাকা ভাড়া দিয়ে কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা পাবেন বিমানযাত্রীরা।


শুক্রবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক গোটা বিমানবন্দর পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি জানান, দীর্ঘদিন থেকেই কোচবিহার বিমানবন্দর চালুর ব্যাপারে সচেষ্ট কেন্দ্রের সরকার। দেশের প্রধানমন্ত্রীর স্বপ্নের ওড়ান স্কিমের আওতায় বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে কোচবিহার বিমানবন্দর থেকে। আমেদাবাদের একটি বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান এয়ার এর দায়িত্ব পেয়েছে। প্রতিদিন কোচবিহার থেকে কলকাতা থেকে জামশেদপুর এবং জামশেদপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত চলাচল করবে এই বিমান। প্রথমত দিনে একটি করে বিমানে চলাচল করবে, পরবর্তীতে বিমানের সংখ্যা বাড়াবার চেষ্টা চালানো হচ্ছে।


তিনি বলেন, কোচবিহার বিমানবন্দরের রানওয়ের যে আয়তন রয়েছে, তাতে এখানে এটিআর বা বড় মাপের বিমান অবতরণ করানো সম্ভব নয়। এই মুহূর্তে তাই এই ছোট বিমান পরিষেবা দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। চলতি মাসের ১৫ তারিখ নাগাদ বিমান পরিষেবা চালু করতে চাইছেন তারা। 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী বলেন, সর্বোপরি প্রথম তিন মাসের জন্য এই বিমানের ৯৯৯ টাকা বিশেষ ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। বিমান ভাড়া পরবর্তীতে ভাড়া বৃদ্ধি হবে। তবে বিমান চালু হওয়ার ঘোষণা হতেই খুশির হাওয়া কোচবিহার জেলা জুড়ে বলে জানান তিনি।

 

Comments :0

Login to leave a comment