Md Salim

দুর্নীতি দুষ্কৃতী নেটওয়ার্কে লুট, বললেন মহম্মদ সেলিম

রাজ্য

Press Conference MD Salim

দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মেলবন্ধনে জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। মিনাখাঁয় বোমা বিস্ফোরণে শিশুমৃত্যুর প্রসঙ্গে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, দুর্নীতি দুষ্কৃতী নেটওয়ার্কে লুট হচ্ছে রাজ্যে। আইনের শাসন থাকলে কোনো সভ্য দেশে এভাবে বেআইনী বন্দুক বোমা মজুত রাখা যায়? প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে, এমনকি দশ বছরের শিশুও মারা যাচ্ছে, পুলিশ এবং পুলিশমন্ত্রী কত অপদার্থ হলে এমন হতে পারে! 
বৃহস্পতিবার রানিগঞ্জে সিপিআই(এম)’র পশ্চিম বর্ধমান জেলা দপ্তরে সাংবাদিক বৈঠক করেন মহম্মদ সেলিম। পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য আভাস রায়চৌধুরী, জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, বংশপোপাল চৌধুরী সহ জেলা সম্পাদকমন্ডলীর সদস্যরাও উপস্থিত ছিলেন। উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁয় মজুত বোমা ফেটে দশ বছরের শিশুর মৃত্যু সম্পর্কে প্রশ্নের উত্তরে সেলিম বলেন, বগটুইতে প্রাণ গেছে, মিনাখাঁতে প্রাণ গেছে, আমতাতে প্রাণ গেছে, সাধারণ মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন। এটা কোনো সভ্য সমাজে হতে পারে! বগটুইয়ে তৃণমূল যখন তৃণমূলের কর্মীদের পুড়িয়ে মারলো, অনুব্রতকে সাক্ষী রেখে ডিজি এসপিদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, যত বেআইনী অস্ত্র ও অস্ত্র কারখানা আছে, যত বোমা মজুত আছে, সব উদ্ধার করতে হবে। উনি সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু এখনও মানুষ বেআইনী বোমা অস্ত্রে মানুষ মারা যাচ্ছে। বাসন্তীতে যখন বোমা কারখানায় বিস্ফোরণ হল, পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। আমতাতেও ধামাচাপা দেবার চেষ্টা করেছিল। মিনাখাঁর ঘটনাও চাপা পড়ে যেতো, আমাদের বামপন্থী কর্মীরা রাত্রেই গ্রামে যোগাযোগ করে সকালে সেখানে পৌঁছেছেন,সাংবাদিকরা সত্যিটাকে বের করেন, তখন জানা যাচ্ছে আসল রহস্য কী। পঞ্চায়েত নির্বাচন সামনে বলে বোমা মজুত করতে হবে? পুলিশ এবং পুলিশমন্ত্রী কত অপদার্থ হলে এমন হতে পারে!
 

Comments :0

Login to leave a comment