মেদিনীপুর শহরে বিরাট সমাবেশ করল ডিওয়াইএফআই। মঙ্গলবার এই সমাবেশ হয়েছে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে।
সমাবেশে বক্তব্য রেখেছেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এবং সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।
দুর্নীতি মুক্ত নিয়োগের দাবির পাশাপাশি বিভাজনের রাজনীতি রোখার ডাক দিয়েছে সমাবেশ। সুশান্ত ঘোষ বলেছেন, আজকের সময়ে একজোটে জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব বামপন্থীদের।
মীনাক্ষী মুখার্জি বলেছেন, তৃণমূল-বিজেপি’র সবচেয়ে বড় অন্যায় এ রাজ্যের রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করা। এদের দেখলে মনে হচ্ছে যেন রাজনীতি কামাইয়ের জায়গা। তিনি বলেছেন, আমদের দাবি সব বেকারের হাতে কাজ। সবার সঙ্গত রোজগার। সেই দাবিতে লড়াই চলছে। এই সমাবেশও সেই দাবিতেই।
মেদিনীপুর শহরে সমাবেশে জমায়েত ছিল চোখে পড়ার মতো। উপচে পড়েছে ভিড়। কমবয়সীদের উদ্দীপনায় আলোড়িত হয়েছে মেদিনীপুর।
Comments :0